মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

ছড়াকার আলম তালুকদার ‘ছড়ার রাজা ‘ হাসির রাজা’-শেলী সেলিনা

ছড়াকার আলম তালুকদার ‘ছড়ার রাজা ‘ হাসির রাজা’-শেলী সেলিনা

ছড়াকার আলম তালুকদার ‘ছড়ার রাজা ‘ হাসির রাজা’
শেলী সেলিনা

ছড়াকার আলম তালুকদার ভাইয়ের সাথে আমার পরিচয় ২০১১ সালের বইমেলায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই কোন না অনুষ্ঠানে দেখা হতো! লম্বাদেহী সদা হাস্যরস সমৃদ্ধ একজন সাদা মনের মানুষের সাথে! দেখা হলেই স্বভাব সুলভ ভাবে আমি সালাম দিতাম, উনি সালাম গ্রহণ করে মিষ্টি করে হেসে বলতেন ‘কী কেরানীগঞ্জ এর কবি লেখা লেখির খবর কী! তুমি তো অহনো কেরানীগঞ্জই থাকো! এ রকম টুকটাক কথা প্রায়ই হতো! জাতীয় কবিতা পরিষদে’র অনুষ্ঠানে প্রতি বছরই ছড়ার একটা সেশন থাকে আমরা এই সেশনটার জন্য অপেক্ষা করতাম, কারন এই সেশনের সবচেয়ে আকর্ষণীয় ছিলো আলম তালুকদার ভাইয়ের হাস্য রসের ছড়া যা মঞ্চ ও মঞ্চের সামনে বসা প্রত্যেকের হাসির খোরাক ছিলো! কবিতা পরিষদ হেসেই চলছে উনি মজার মজার ছড়া অত্যন্ত সাবলিল ভাবে পড়েই যাচ্ছেন! আশ্চর্যের বিষয় উনি কোন লেখা দেখে দেখে পাঠ করিতেননা! স্মৃতি থেকে চমৎকার ভাবে পাঠ করতেন আর মিষ্টি করে হাসতেন! আলম ভাইকে আমি পান ছাড়া কিছু খেতে কখনো দেখিনি! কখনো গোমড়া মুখ বা রাগী বা অহংকারী মুডে দেখিনি! সরকারের উচ্চ পদে চাকুরী করা সত্বেও তাঁর বিনয়ীভাব ছিলো অসাধারণ! কয়েক বছর আগে আমি একদিন বললাম ভাই ‘আমার কিছু বই পাবলিক লাইব্রেরিতে দিতে চাই! উনি বললেন ‘এখন আমি এখানে নাই! তারপরও আমি বলে দেবো তুমি তোমার দুই তিন কপি বই নিয়া আইসো! আমার আর বই নিয়ে আসা হয়নি! কিন্তু উনি কাওকে নিরাশ করেনি কখনো! সাধ্যমত উপকার করার চেষ্টা করেছে! বাংলাদেশ টেলিভিশন এ প্রোগ্রাম করেছি, কবিতা পড়েছি! আলম ভাইয়ের হয়তো ছন্দ ঠিক লাগেনি! তখন জোড়ে জোড়ে হেসে বলতেন, এই তোমার গুরু কে? আমি ভয়ে সে বার বলেছি, আসলাম সানী ভাই! আসলাম সানী ভাই আসলে সে অনুষ্ঠানটির আয়োজক ছিলেন সেটি না বলে তাকে গুরু বলেছি! এ রকম বহু স্মৃতি আলম ভাইয়ের সাথে! ওনার সাহিত্য নিয়ে কথা বলার মতো সাহস যোগ্যতা কিছুই আমার নেই! শুধু একটা কথাই বলবো উনি ছড়ার, ছন্দের যাদুকর! আলম ভাই কোন অনুষ্ঠানে ছড়া পাঠ শেষে হাসিমুখে বলতেন, ‘কাওকে না দিয়ে বাদ সবাইকে ধন্যবাদ ‘ আজ আপনার চলে যাওয়ার পর বলছি, আপনাকে অনেক ধন্যবাদ! যেখানে আছেন খুব ভাল আছেন, খুব ভাল থাকবেন, খুব আনন্দে থাকবেন! আপনাকে আমরা বিদায় দেইনি, বাংলাদেশের সাহিত্য যতদিন বেঁচে থাকবে আপনিও ততদিন বেঁচে থাকবেন!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge