মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

কবিতা # খুশির ঈদে-প্রকাশ চক্রবর্তী

কবিতা # খুশির ঈদে-প্রকাশ চক্রবর্তী

রমজানের আকাশ জুড়ে মিষ্টি হাসে আলোর চাঁদ

ঈদের খুশি বাঁধ ভেঙে আজ হর্ষে হৃদয় উন্মাদ

রোজার শেষে খুশির ঈদে আনন্দে নাচে মন

হরেক আয়োজনে মাতে সবার আপন-স্বজন

 

নূতন পোশাক পরিধানে আর খুশবু মেখে গায়

নামাজ আদায় করতে সবাই ঈদগাহেতে যায়

নামাজ শেষে কোলাকুলি করেন পরস্পরে

পূরণ হয় আবেগ ভালোবাসা সালাম আদরে

 

সিরনি,সিমাই,মন্ডা,মিঠাই আবেগ মনের ভিতর

শুভেচ্ছায় ঈদ মোবারক, পবিত্র ঈদ-উল-ফিতর

নামাজ পাঠে সার্থক হোক তোমার আমার খুশির ঈদ

এক দেহতেই আল্লাহ হরি একান্ত সু-হৃদ. …..

 

শারদীয়ায় প্রনাম নিও, সালাম নিও ঈদে

ভালোবাসা উগড়ে দিও মিটুক মনের ক্ষিদে

আমার মন্ত্র, তোমার আজান একসাথে হোক লীন

খুশির ঈদে ভাব আমোদে খুশিতেই সুখ বিলীন

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge