মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

কবিতা # শরদিন্দুবিনিন্দী-হাসানাত লোকমান

কবিতা # শরদিন্দুবিনিন্দী-হাসানাত লোকমান

একবার ভালোবেসে দেখো
কি সুন্দর সুখ… সুখের অসুখ! স্নিগ্ধ সুবাস বেলফুল সমুদ্র সফেদ
সরষে ফুলের মাঠে হলুদ আমেজ প্রাণের কথা বলে
একবার উন্মোচিত হও লাজুক লতার ভাঁজ ভেঙে
আরণ্যক স্নিগ্ধতায় মাধবীলতার মতো বাড়াও হাত
একবার ভালোবেসে দেখো
কষ্টের অঙ্কুরোদগমেই ভরে উঠে ফুলে ফলে অন্তর অরণ্য
কোথাও হাসনা-হেনা, কোথাও চন্দ্রমল্লিকা,
কোথাও পাতার গোপনে টসটসে জামরুল
নক্ষত্রের দ্যুতি ছড়িয়ে আত্মগরিমার সুবাসে
কলস্বরে হাসে।
একবার সংকোচন ছেড়ে পাতাবাহারের মতো প্রসারিত হও
দেখো বর্ষাভেজা কদম আর ময়ূর কেমন পেখম ছড়ায়।
ভালোবাসায় কি না হয়!
এই যে এভারেস্টে উঠে পরে তরতর করে কেউ কেউ
এই যে সমুদ্র মন্হনে আসে অমূল্য রত্নরাজি
এই যে মানবের বিজয়োল্লাস পৃথিবীর জনপদে
ভালোবাসার কমল কোমল স্পর্শে খুলেছে সব সোনারঙ দুয়ার।
একবার নিমগ্ন হও, সমর্পন করো হৃদয়াঞ্জলি একবার নত হৃদয়ে বলো ভালোবাসি
দেখো কেমন বিপ্লবী হয়ে যাই
চে গুয়েবার মতো আরো এক নতুন আলোড়নে,
যেখানে সভ্যতা মাথা কুটে মরে
কভিড করোনায়
যেখানে দারুচিনি দ্বীপের সৌন্দর্য খেয়েছে
ফসলখেকো পঙ্গপাল
যেখানে একদল উলঙ্গ শিশু ছিঁড়ে ছিঁড়ে খায়
মাতৃস্তনের কঙ্কাল
যেখানে অপরূপা অন্ধকার থোকা থোকা অগ্নিপুরী অভিমান
পাথরের বুকে হাসির স্তব্ধতা
সেখানে হেসে হেসে উড়ে যাবে বলাকার শুভ্রতা শিল্পের চিরল পালক।
ভালোবেসে দেখো, একবার আড়াল ভেঙে আসো
আমিও দিতে পারি শরদিন্দুবিনিন্দী জীবন
ভাঙতে পারি ইতিহাস কলম্বাসের গৌরব।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge