বুধবার, ২৯ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

কবিতা # রহমতের বারতা নিয়ে-দিলরুবা শাহাদৎ

কবিতা # রহমতের বারতা নিয়ে-দিলরুবা শাহাদৎ

বসন্ত হাওয়ার উচ্ছাসে

ভালোবাসার জলতরঙ্গের পাখনায়

উল্লসিত জীবনের গান গাইতে গাইতে

এবার ফিরে এসেছে রমজান।

খুশীর বারতা ও রহমতের সওগাত নিয়ে

মুসলিম জাহানের দরজায়

ফিরে এলো মাহে রমজান

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা

রক্তাক্ত শিশু কিশোর। রক্তের বন্যায়

সেখানে আজ আকাশ বাতাস ভারী

কে চাইবে এর জবাব

বিশ্ব বিবেক এখন পলাতক

বোবা যন্ত্রনায় ফিলিস্তিনের অসহায় মানুষ

এখন চরম বিপর্যস্ত-বিধ্বস্ত

এর কি প্রতিকার নেই

মানবতার বানী আজ মুখ থুবড়ে পরে আছে।

রহমত ও নাজাতের বানী নিয়ে

রমজান আবারো এসেছে ঘরে ঘরে

পরহেজগার বান্দার পাপ তাপ ধুয়ে মুছে নিয়ে যাবে আজ

পরিশুদ্ধ হবে যত মুমিন মুসলমান।

আবারো রাতের বুকে চাঁদ হেসে উঠবে

পরম মমতায়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge