মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

কবিতা # কবি-রশীদুল ইসলাম চৌধুরী

কবিতা # কবি-রশীদুল ইসলাম চৌধুরী

কবি-
তুমি কি করে কবিতা লেখ?
ভাব,ভাষা,ছন্দ, মাধুরী
কোন চোখে খুঁজে দেখ?
তোমার লেখায় কাঁদাও হাসাও
শংকা বা উপদেশ
কখনও দুঃখের সাগরে ডুবাও
কভু আনন্দ বেশ।
কখনও ভাবাও আকাশ পাতাল
কখনও বা মহাশুন্য
কখনও শোনাও আশার বাণী
জীবন করতে ধন্য।
সাগর সেচ নগর মাগো
খুঁজে আনো হীরে পান্না
গাঁথ মালাখানি কথার সূতোয়
সাজাতে কবিতা খানা।
ভাবের ঘাড়ে ভর করে চলো
অদৃশ্যকেও দেখ
দৃশ্যমানের অন্তরে ঢুকে
আঁধারেরও ছবি আঁক।
আমি তো দেখিনা তেমন কিছুই
যা তাকে দেখি তাই
তোমার দেখায় কি এমন আছে
যা আমার দেখাতে নাই।
বুঝিনু এবারে তুমিতো শ্রষ্ঠা
দেখ,অন্তর বাহির সবই
নিজেও ভাব,ভাবাও সবারে
তাই বুঝি তুমি কবি।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge