শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং মানসিক বিকাশের জন্য বাংলাদেশের পাতাপ্রকাশ ও ভারতের সৃজন সাহিত্য আসর এর যৌথ আয়োজনে ‘ভারত-বাংলাদেশ অনলাইন একক আবৃত্তি প্রতিযোগিতা ২০২৩’।
নিয়মাবলি :
* এ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
* বাংলাদেশ ও ভারতের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
* যে কোনো কবির লেখা কবিতা/ছড়া হতে পারে।
* কবিতা ব ছড়ার ভাষা অবশ্যই বাংলা হতে হবে।
* ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যাবে তবে কোনো প্রকার এডিট করা চলবে না। পাশাপাশি ভিডিও গ্রহণের সময় যেন বাইরের অন্য কোনও শব্দ না থাকে তা লক্ষ রাখতে হবে।
* ভিডিওটির সময়সীমা ২-৩ মিনিট (ক্ট ১৫ সেকেন্ড) হতে হবে।
* ভিডিওটি pataprokash@yahoo.com এই ই-মেইলে অথবা www.facebook.com/pataprokash ফেইসবুক পেইজের ইনবক্সে এ পাঠাতে হবে।
* পাঠানোর সময় অবশ্যই বাংলায় প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং বিভাগ উল্লেখ করতে হবে। (বিভাগ-ক বিভাগ : প্লে-১ম শ্রেণি, খ বিভাগ: ২য়-ষষ্ঠ শ্রেণি, গ বিভাগ: ৭ম-দশম শ্রেণি, ঘ বিভাগ: একাদশ শ্রেণির উর্দ্ধে)
* পাতা প্রকাশ (বাংলাদেশ) (www.youtube.com/@pataprokash) এবং সৃজন সাহিত্য আসরের ইউটিউব চ্যানেল কবিতার গ্রীনরুম ( https://youtube.com/@user-pj2vc3mr4y ) সাবস্ক্রাইব করতে হবে।
* ভিডিও পর্যালোচনা শেষে আমাদের ইউটিউব চ্যানেল যথাক্রমে ‘পাতাপ্রকাশ’ (www.youtube.com/@pataprokash )।
এবং সৃজন সাহিত্য আসরের ইউটিউব চ্যানেল “কবিতার গ্রীনরুম” (https://www.youtube.com/@user-pj2vc3mr4y)-এ আপলোড করা হবে।
* আমাদের সম্মানীত বিচারকবৃন্দ উক্ত আবৃত্তির উপর নাম্বার দিবেন।
* মূল ভিডিওতে যত ভিউ, লাইক, ও কমেন্ট পড়বে প্রতিযোগীর স্কোর তত বাড়বে।
* প্রতিযোগীকে ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে যার মধ্যে ৫০% নাম্বার বিচারকমÐলী দিবেন এবং বাকি ৫০% নাম্বার প্রতিযোগীর আবৃত্তির ভিডিওর(দুই দেশের দুটি ইউটিউব চ্যানেলের) ভিউ, লাইক ও কমেন্ট এর উপর নির্ভর করে মূল্যায়ন করা হবে।
* প্রতি বিভাগ থেকে একজন পাবে (দুই দেশের দুইজন করে) ভিউয়ার্স চয়েস এওয়ার্ড ও একজন পাবে জাজেস চয়েস এওয়ার্ড। এছাড়াও প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিন জন করে প্রতিযোগীকে মানপত্র প্রদান করা হবে। বিজয়ীদের দুই দেশের আয়োজক কতৃপক্ষের বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার (স্মারক, বই ও মানপত্র) প্রদান করা হবে।
* প্রতিযোগীর আবৃত্তির ভিডিওটির কপিরাইট আয়োজক কর্তৃপক্ষের থাকবে।
* ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
* ভিডিও আপলোডের পর থেকে ৩০ নভেম্বর ২০২৩ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ভিউ, লাইক, ও কমেন্ট হিসেব করা হবে।
* বিচারকের রায় এবং লাইক, কমেন্ট শেয়ার এর উপর ভিত্তি করে ফলাফল ঘোষণা করা হবে।
* অনলাইন অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
* বিচারক প্যানেলে বাংলাদেশ ও ভারতের ৪ জন বিশিষ্ট বাচিকশিল্পী থাকবেন।
* প্রতিযোগিতার নিয়মাবলী, ফলাফল এবং সবধরণের আপডেট জানা যাবে বাংলাদেশে https://pataprokash.com/ ওয়েব ম্যাগাজিন এবং ভারতে সৃজন সাহিত্য আসরের https://www.facebook.com/groups/693021321438522/?ref=share_group_link এই ফেসবুক গ্রূপে।
* এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না।
* পাতাপ্রকাশ পরিবার তথা সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশ, ওয়েব ম্যাগাজিন https://pataprokash.com/ , ইউটিউব চ্যানেল পাতাপ্রকাশ( https://www.youtube.com/@pataprokash) এবং লিটল ম্যাগাজিন পাতাপ্রকাশ এর প্রকাশক ও সম্পাদনা পর্ষদের সাথে যুক্ত এবং সৃজন সাহিত্য আসরের সাথে যুক্ত ব্যাক্তির সন্তানেরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
* প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
Leave a Reply