বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন

আজ কবি ও ছড়াকার হাই হাফিজ এর জন্মদিন

আজ কবি ও ছড়াকার হাই হাফিজ এর জন্মদিন

পাতাপ্রকাশ প্রতিবেদক >>
আজ কবি ও ছড়াকার হাই হাফিজ এর জন্মদিন। ১৯৭২ সালের ২৯ আগষ্ট লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর-দোলাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। বর্তমানে রংপুর মহানগরীর মুলাটোল-এ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তার জন্মদিনে পাতা প্রকাশ পরিবারের পক্ষথেকে অনেক অনেক শুভেচ্ছা।
তার পিতা মরহুম কুদরত উল্লাহ এবং মাতা মরহুম যোবেদা খাতুন দুজনেই ১০৫ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে বেঁচেছিলেন। হাই হাফিজ এর পুরো নাম হাফিজুল ইসলাম হাফিজ। ৪ ভাই ৪ বোনের সবাই শিক্ষিত ও স্বাবলম্বী। শিক্ষিত, পরপোকারী ও সম্ভ্রান্ত ফ্যামিলি হিসেবে এলাকায় বেশ সুনাম ও সুখ্যাতি রয়েছে।
আদিতমারী গিরিজা শংকর সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট থেকে ১৯৮৮ সালে প্রথম বিভাগে এসএসসি পাশের পর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, রংপুর থেকে ১৯৯০ সালে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরে উক্ত কারমাইকেল কলেজ থেকেই ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।
স্কুলজীবন থেকেই তার লেখালেখি শুরু। স্থানীয় দৈনিক যুগের আলো ও বায়ান্নর আলোসহ জাতীয় দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, কালেরকণ্ঠ, ভোরের কাগজ, ইত্তেফাক, সংগ্রাম, ইনকিলাব, মানবজমিন ইত্যাদি পত্রিকা এবং সারাদেশের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে কবিতা, ছড়া, জীবনী, ছোটগল্প, সমসাময়িক লেখা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত বই ০৮ টি। ১.প্রথম দিনের সূর্য (কাব্য) ২.ঝাল মিষ্টি টক (ছড়া) ৩. আবারো বসন্ত (কাব্য) ৪. যে চোখে স্বপ্ন ছিলো (কাব্য) ৫. ছড়ার দেশে বেড়াই হেসে (ছড়া) ৬. সোনালী সুখের ভ্রূণ (কাব্য) ৭. মুক্তিযুদ্ধের কবিতা(সম্পাদিত) ৮. অস্তিত্বে মানবতার চাষাবাদ (কাব্য)। তার লেখায় দেশপ্রেম, প্রকৃতি, মনুষ্যত্ববোধ, দ্রোহ, ক্ষোভ, মানবজীবন, দুঃখ-কষ্ট, অনাচার, শোষণ-জুলুম, অনৈতিকতা ইত্যাদি বিষয় ফুটে উঠেছে। মানসম্পন্ন লেখা-লেখির কারণে সারাদেশে তার বেশ সুনাম ও পরিচিতি রয়েছে।
ছাত্রজীবন থেকে লেখালেখির পাশাপাশি বাংলাদেশ বেতার রংপুরে নিয়মিত অনুষ্ঠান ঘোষক হিসেবে দীর্ঘদিন (১৯৯৩-২০১১ সাল পর্যন্ত) দায়িত্ব পালন করেন। ক্যান্টঃপাবলিক স্কুল ও কলেজ, রংপুরে ইংরেজির শিক্ষক হিসেবে চাকুরি জীবনের শুরু হলেও পরে ১৯৯৮ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে ব্যাংকে যোগদান করেন। বর্তমান একটি সরকারী ব্যাংকে ডিজিএম পদে কর্মরত। জীবনের শেষ দিন পর্যন্ত লিখনি চালিয়ে যেতে চান কবি ও ছড়াকার হাই হাফিজ।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge