ব্যস্তময় জীবনের ফাঁকে
হঠাৎ ঘুরতে এসে তিস্তা চড়ে,
বালুচড়ে হেঁটেছি কত হাতে হাত রেখে।
ডেকেছিল তরমুজের দল
বলেছিল তাদের পাশে বসতে,
সমাপ্তিহীন কত গল্প বলতে।
ডেকেছিল নৌকো ,বাঁধতে গাঢ় স্মৃতি,
বলেছিল তিস্তা, অত হেসো না গো
সাবধানে বসো, ডুবে যাবে নৌকো!
কথার মানে কে বোঝে,
ডুবেছিলাম তো হাসির সাঁঝে!
চিন্হ এঁকেছিলাম ভালোবাসার,
সেতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে দুজনে।
এক হাত রয়েছে তবে আজ
আর এক হাতের অভাবে
কাটা পড়ে গেলো সেই চিন্হ!
যতই চাই মুছে দিতে অধরা চিন্হখানি,
তত আসে মনে-
কি বা যায় চলে
কি বা রয় থেমে,
জমে থাকা স্মৃতিগুলোও
হঠাৎ চলতে নামে।
Leave a Reply