বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

রংপুরে শিশু কিশোর হালচাল এর দুই দিনব্যাপী শব্দ কল্প দ্রুম-২০২৩

রংপুরে শিশু কিশোর হালচাল এর দুই দিনব্যাপী শব্দ কল্প দ্রুম-২০২৩

পাতাপ্রকাশ প্রতিবেদক >>
রংপুরের টাউন হলে হয়ে গেলো ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল এর আয়োজনে ২ দিনব্যাপী “শব্দ কল্প দ্রুম-২০২৩” । ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথমদিন ছিলো দিনব্যাপী কার্টুন ওয়ার্কশপ যার পরিচালনায় ছিলো কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, ফটোগ্রাফি ওয়ার্কশপ যার পরিচালনায় ছিলো একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক পাভেল রহমান এবং লেখালেখি ওয়ার্কশপ যার পরিচালনায় ছিলো বিশিষ্ট লেখক জাকির আহমদ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ২ দিনব্যাপী চলেছে ফটোগ্রাফি ও কার্টুন প্রদর্শনী।

দুইদিনব্যাপি আয়োজনে বিভিন্ন সেগমেন্টে রংপুরের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল এর উপদেস্টা শফিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক পাভেল রহমান, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং বিশিষ্ট লেখক জাকির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল এর সম্পাদক আহসান হাবীব মারুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল এর সহ-সম্পাদক সৌহাত রাশেদিন সৌখিন, প্রোগ্রামের আহব্বায়ক মুশফিকুর রহমান মাহিন, মোস্তাইন বিল্লাহ প্রিন্স, সাদমান বিন বাহার ধন্য, ইশরাত জাহান ইশিকা, জেবা সামিহা, হাসান মাহমুদ সানি, দীপ্ত দেব নাথ, কিশলয় স্বচ্ছ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল এর বর্ষসেরা লেখক ও কার্টুনিস্ট পুরস্কার প্রদান এবং অতিথিদের বিশেষ সম্পাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল ম্যাগাজিনটি ব্যাতিক্রমধর্মী একটি ম্যাগাজিন। ম্যাগাজিনটি শিশুদের নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে প্রতিবছর শিশুদের জন্য এরকম ভিন্নধর্মী ও শিক্ষামূলক আয়োজন করবে তারা।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge