১. আর্জি
দাদিকে ভীষণ মনে পড়ে আজকাল
পুকুর পাড় আর ফসলি জমির আল
দাদির স্মৃতিরা আছে আঙিনায় দোরে
দাদির স্মৃতিরা মগজে মগজে ঘোরে।
ছোট্টবেলার সে আদর-ভালোবাসা
বড়বেলায়ও পাই সমাদর খাসা
দাদি যে আমার কলিজার কাছে থাকে
আজ কতদিন দেখছি না দাদিটাকে।
হে আমার প্রভু রহীম-গাফুর-রব
তোমার হাতেই জানি ফয়সালা সব
দাদিকে আমার ক্ষমা করে দাও ক্ষমা
আর্জিটুকুন দিয়েছি তোমায় জমা।২. স্বপ্নমাখা প্রবাস
প্রবাস সুখের
প্রবাস দুখের
প্রবাস স্বপ্নমাখা,
প্রবাসপ্রেমের গান গেয়ে যাই
সুর হৃদয়ে রাখা।
প্রবাস মানে সুখের চাবি
দুখের বসতঘর,
প্রবাসে হয় আপন শত
আপনও হয় পর।
প্রবাস আনে সচ্ছলতা
ঘর ভরে দেয় আলোয়,
একের ত্যাগে- বাকি সবার
জীবন কাটে ভালোয়।৩. অবহেলা থাকে না মায়ের
বৃষ্টি এলো
পাখির বাসায়
ভিজল মা,
ডানা দিয়ে ঢাকলে
ছানা-
ভিজল না।
মা তো এমন
হোক সে পাখি-পশু-মানব
মা তো শুধুই মা,
অবহেলা থাকে সবার
মায়ের থাকে না।৪. মনের সুখে
ছাতা মাথায় বের হয়েছি
বৃষ্টি দেখে-
চলছি সুখে মহান রবের
সৃষ্টি দেখে।
হঠাৎ হাওয়া উল্টে দিলো
ছাতাটাকে,
মনের সুখে ভেজাই শেষে
মাথাটাকে।৫. প্রয়োজন
ওষ্ঠে-অধরে জাদুর ছোঁয়া
নেশা লাগা ওই মুখ,
সুখ পেতে উৎসুক আমি আজ
সুখ দিতে উন্মুখ।
জলে-অনলে মাখামাখি আজ
জোয়ারে উথলা ঢেউ,
শরীরে-মনে সুড়সুড়ি দেয়
পাগলাটে এক ফেউ।
আঁখির গভীরে ডুবছি আমি
নেশার গহীনে সুখ,
সুখ দিয়ে সুখ কাড়ব আমি
ছাড়ব না ওইটুক।
চাঁদ হাসে ওই আকাশ কোণে
মনের কোণে প্রেম,
চাঁদমুখে চোখ হারিয়ে গেলে
নেই কোনো প্রবলেম।
উৎস সুখের উৎস প্রেমের
ওই শরীর ও মন,
মনটা দিনে-রাতের শরীর
বড়োই প্রয়োজন।
Leave a Reply