ঈদ ভৌগলিক সীমারেখা ঘুরে আসো তুমি মানবতার দ্বারপ্রান্তে
কোথাও তুমি অভিমান, কোথাও দুঃখ, কোথাও রাজকীয় ঘ্রান
অন্তত এই একটি দিনে আমরা মানবপ্রেমী ভালোবাসায় নত হই
সমানে সমান – অহংবোধের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসি।দেশপ্রেম, আকাশ – বাতাস, সবুজ শ্যামলীমা সব ছেড়ে
মানবিকতার মেলবন্ধনে চিরচেনা অকৃত্রিম ভালোবাসায়
ছেঁড়া কাগজ,ধূলি – মাটি, নিটোল ভালোবাসার মাখামাখিতে
মানুষের ঘ্রাণে মায়াবী লোকালয়ে তুচ্ছতাচ্ছিল্য নোটবুকগুলো বুকে জড়াই।মুছে ফেলি স্মৃতির পাতা ; লুকিয়ে রাখা কষ্টের নোটবুক
আমরা সকলে এক হই মনে – প্রাণে ঈদানন্দের আরোগ্য উদ্যানে
ঈদের হিরন্ময় প্রবাহিত স্রোত বয়ে নিয়ে যাবো বাংলার সর্বপ্রান্ত
সমস্ত বেদনা বিধুর নিরবতার কষ্ট মিছিল জব্দ করে জেগে তুলবো সুস্থতার দ্যুতি,
হৃদয়ের পরিপাটি জীবন কথা
ঈদের চাওয়ায় রেখে যাবো বাংলার মাটিতে নম্রতার প্রার্থনা।
Leave a Reply