রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

কবিতা#রাই মামনির শোক-হাসনাইন রাব্বী

কবিতা#রাই মামনির শোক-হাসনাইন রাব্বী

এ লাশ রাখবো কোথায়
এ শোক সইবে কেমনে
এত ভারী লাশ কে নিবে কাঁধে?
কে খুড়িবে তার পাষান সমাধি?
বড় আদরের ছিলো মেয়েটি
সামনে উৎসব কত বায়না হতো তার
বাড়িটাকে মাতিয়ে রাখতো সে
আজ সারা উঠোনে শুধু নিশ্চুপ অশ্রুপাত
আজ বাবা নিশ্চুপ মা কঠিন পাথর
কারো চোখে জল নেই
কেবলই হাহাকার
কি দেখো তোমরা?
কিবা করার আছে কার?
তবে শুনে রাখো-
যে মেয়েটি চলে গেলো আজ
সে পায়নি জীবনের আস্বাদ
সে একটু একটু করে চাইতে আর বলতে
শিখেছিলো কিছু-
তার পুতুল গুলো আজ বিমর্ষ
পড়ার টেবিলে খাঁ খাঁ রৌদ্দুর
তার ফুলের টবে বিষন্ন বিলাপ
তার পদচারনার পথগুলো শুন্যতায়
মুহ্যমান
কে দিবে আশা কে দিবে ভরসা
তবুও ওপারে ভাল থেকো রাই
তুমিই শিশুদের হতে পারো রাই।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge