বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

গ্রন্থকথা#এস এম সাথী বেগমের আঁধারের সৌন্দর্য্য-এটিএম মোর্শেদ

গ্রন্থকথা#এস এম সাথী বেগমের আঁধারের সৌন্দর্য্য-এটিএম মোর্শেদ

এস এম সাথী বেগম; রংপুর মহানগরের সাহিত্যাঙ্গনে এক‌টি অতি পরিচিত এবং প্রিয় নাম, যিনি একাধারে একজন কবি, গল্পকার, সম্পাদক এবং সংগঠক।
ব্যক্তিগত জীবনে তিনি সরকারি চাকরির পাশাপাশি নিরলসভাবে সাহিত্য চর্চা করে যাচ্ছেন। বেশকিছু গ্রন্থ প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল হতে অনেক সম্মাননা পদক, সনদ অর্জন করেছেন।
একুশে বইমেলা ২০২২ উপলক্ষে তার প্রকাশিত সর্বশেষ গ্রন্থটি এক‌টি অনুগল্প গ্রন্থ। গ্রন্থের নাম “আঁধারের সৌন্দর্য্য”
যেটি এক‌টি ব্যতিক্রমী গ্রন্থ বলা যায়।
এতে মোট ছিয়াশিটি ছোট্ট ছোট্ট গল্প স্থান পেয়েছে।
তার লেখা প্রতিটি গল্পে ভিন্ন ভিন্ন চিন্তা ও চেতনার প্রকাশ ঘটেছে। কোনো কোনো গল্পে যেমন হতাশা, ব্যর্থতা, রাগ- বিরাগের কথা প্রকাশিত হয়েছে কোনো কোনো গল্পে আবার রঙ্গ-রস ও কৌতুকের স্বাদ রয়েছে, এক কথায় পাঠকের রুচির বৈচিত্র্যতার যথেষ্ট উপাদান রয়েছে ।
তিনি বহু- বিচিত্র চিন্তা এবং অভিজ্ঞতার বহিপ্রকাশ ঘটিয়েছেন যা কেবল একজন দক্ষ সাহিত্যিকের পক্ষেই সম্ভব।
অল্প পরিসরে অনেক কথা, এ যেন ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর মধ্যে বিশ্ব দেখার মতো।
সময়াভাবে সবগুলো গল্প যদিও সেভাবে পড়া হয়ে ওঠেনি, যতদূর পড়া হয়েছে তাতে – ছাতা, রিকশা, আমাদের বাবা, বোকার হাসি, যানজট, মৌ, ভোট আর বিশ্বাস, রুদ্ধ নীল, বিরল পথিক, লিপস্টিক ইত্যাদি গল্পগুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে যানজট এবং লিপস্টিক গল্পগুলো নিসন্দেহে ভিন্ন মাত্রা পেয়েছে বলে মনে করি।
চমৎকার এবং আকর্ষণীয় প্রচ্ছদে
বইটি প্রকাশ করেছে, দেশ পাবলিকেশন্স
বিনিময় মূল্য ধার্য, ২৭৫ টাকা।
কিছু কিছু মুুদ্রন ত্রুটি থাকলেও উন্নত কাগজে ঝকঝকে ছাপার অক্ষর বইটিকে আকর্ষণীয় করে তুলেছে।
সবমিলিয়ে অসাধারণ এ বইটি পাঠকপ্রিয়তার মাধ্যমে গল্পকারকে সাহিত্যিক হিসেবে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এ আমার ঐকান্তিক প্রত্যাশা এবং বিশ্বাস।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge