প্রিয়জন বন্ধুজন স্বজন সুহৃদ!
বাংলা সাহিত্যের গল্পগ্রন্থ, স্মৃতিকথা অনেকেই লিখেছেন। আলোচ্য গ্রন্থকার শ্রদ্ধেয় মাজহারুল মান্নান বড় মনোগ্রাহী লেখায় এর প্রতিটি গল্প-স্মৃতিকথামাখা গ্রন্থটি সাজিয়েছেন অত্যন্ত যত্নের সাথে । চমৎকার উপস্থাপনায় তাঁর সর্বশেষ এ প্রকাশনাটি বেশ ক’দিন ধরে পাঠ করেছি। কয়েকটি লেখা বারেবারে পড়েছি,অনুভব করেছি,চোখ বন্ধ করে বিষয়ের গভীরে বোঝার চেষ্টা করেছি।তিনি এ লেখাগুলোর কয়েকটি ফেসবুকেও দিয়েছিলেন,কয়েকটি গল্প ও স্মৃতিকথন আগের গ্রন্থ থেকে এই গ্রন্থে পুন:প্রকাশ করেছেন।
সূচিপত্রে ২৩ টি লেখার শিরোনাম থেকে (পোস্টে ছবি দিয়েছি মিলিয়ে নেয়া যায়) প্রতিটি লেখার শেষ বাক্য পর্যন্ত এর বর্ননা বড় হৃদয়গ্রাহী।
লেখকের নিজের বেড়ে ওঠা, পরিবার, লেখাপড়া,কর্মজীবন, সংগ্রামী জীবন , জেলজীবন পেশাজীবনের নানা অধ্যায়ের প্রাঞ্জল বর্ননা পড়ে মনে নানা ধরনের প্রতিক্রিয়ায় মনযোগী পাঠককে উদবেল করে,ভাবায়,উদাসীন করে। মনে হয় কী বিচিত্র মানব জীবন, সাহিত্যের ললিত ভাষায় একজন বিদগ্ধ লেখক ভাষাবিদ মাজহারউল মান্নান পাঠকের সমীপে লেখাগুলো, তাঁর মতো করে নিজের ভঙ্গিমায় তুলে ধরেছেন।লেখার অনেক চরিত্রের প্রকৃত রূপ বর্ননায় তিনি গাইবান্ধা ও পার্শ্ববর্তী অঞ্চলের জনমানুষের মুখের চলতি ভাষায় সংলাপধর্মী সত্যকাহিনী তুলে এনেছেন। এই জনমানুষ কে? মনে হয় তিনি-তাঁর পরিবার,তাঁর অসুস্থতা, চিকিৎসা, দূর্ঘটনা, ভিন্ন ভিন্ন মানুষের অথবা আমি-আমার পরিবার, গ্রামীন মানুষ, প্রকৃতি- জীবন, জনপদ, কৃষি, অর্থনীতি, যাপিত জীবন, তাদের হাসি- কান্না, সুখ-আনন্দ, বেদনা, জয়-পরাজয় সব একাকার হয়ে আছে গ্রন্থের প্রতি বাক্যে এবং শব্দব্যঞ্জনায়।
আজ থেকে সাত আট দশক আগে বা নিকট অতীতে বাংলাদেশ, এদেশের সাধারণ মানুষের যাপনকাল ইত্যাদি বিষয়, পরিবেশ ইত্যাদি নিয়ে যে চমৎকার কথা-বাক্য-ঘটনার বিবরণ, তা এই গ্রন্থে ছবির মতো,নাটকের মতো, চলচ্চিত্রের মতো অনুধাবন করা যায়,চোখে ভেসে ওঠে।গ্রন্থ : ছোট ছোট দুঃখকথা
লেখক : মাজহারুল মান্নান
প্রথম প্রকাশ -ফাল্গুন ১৪২৯/ফেব্রুয়ারি ২০২৩
প্রকাশক – বিমল সরকার, কালের চিঠি,
৩৮ বাংলাবাজার ঢাকা।
১২০ পৃষ্ঠার এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ
মুল্য-৩০০ টাকা ।
বিদেশে ৩০ মার্কিন ডলার (তুলনামূলক বেশি নির্ধারিত)সেখানেই লেখক সাহিত্যিক সার্থক হয়ে ওঠেন,তাঁর সৃষ্টিকর্ম কালের গর্ভে না হারিয়ে অমরত্ব লাভ করতে পারে। মাজহারউল মান্নান নিশ্চই ইতোমধ্যেই তাঁর উজ্জ্বলতা লাভ করতে সমর্থ হয়েছেন।
বাংলা সাহিত্যের এমন সৃষ্টিকর্মে গত দেড়-দু’শতক’এর গূণীন সাহিত্যিক গল্পকার কবির এবং হাল আমলের অনেকের কাতারে নাম লেখাতে পেরেছেন, সৃষ্টিশীল গূণী লেখক মাজহারউল মান্নান মহোদয়।
সবগুলো লেখার উল্লেখযোগ্য বাক্যমালা প্রচন্ড আলোড়িত করে পাঠকের মন।
এর বহুল পাঠ আশা করি।
বই হোক আপনার নিত্য সংগী, বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন!
Leave a Reply