ব্যর্থ অহং
প্রকাশ চক্রবর্তী
বিবেক কেন বিকিয়ে দাও ‘রে প্রতিভাবান
কেমন তবে শিক্ষা তোমার এ কেমন ঢঙের মান
আত্মঅহং বিবেকবোধ
মাঝে মধ্যে বেজায় ক্রোধ
শিক্ষা দীক্ষা জলাঞ্জলি তুমি নাকি মহান
নিজের বড়াই নিজেই করো
চোখের সামনে আয়না ধরো
ভাগ্য কথা
আজ অযথা
জীবন দিয়ে জীবন গড়া
দম্ভ যখন মাথায় বসে
অল্প খানিক নাম আর যশে
আত্মীয়তা
জাস্ট ভণিতা
জীবনখানা অন্য বশে
দায়িত্ব আর কর্তব্য ভালোবাসার অংশ
বিবেকহীন পাষাণ হৃদয় জীবনের অপভ্রংশ
আলো আশা
ভালোবাসা
ব্যস্ত প্রলাপ মূল্যায়নে আত্মঅহং ধ্বংস
Leave a Reply