১. বেদনার রঙ
চেনা গল্পের ভিড়ে দূরন্ত সংলাপ
শব্দের ভিতর শব্দ
চুষে খায় স্তুতি
যে সুখ অক্ষর খুঁজে পায় না
আমি তার বুকে লিখে রাখি মৌনতা
চেনা রাস্তার মোড়ে ক্লান্ত প্রেমিক
যখন নিশ্বাস ফেলে
নীলাভ যন্ত্রণায়
যে হৃদয় খুঁজে পায় না তুলতুলে ভালোবাসা
আমি সেই হৃদয়ে বারুদ ঘষে ছাড়ি
পুড়ে ছাই হয়ে যায় গল্পগাছা আর
যাপন পর্বের হলুদ গান
পর্দার আড়ালে বিভেদের যন্ত্রণা মুখ ঢাকে ঘেন্নায়
নিরেট অনুভবে তুলে রাখি স্মৃতিকথা
আর
শেষ বিকেলের ক্রন্দন ধ্বনি…
২. শুনে যাও
মনের ভিতর মন থাকে আত্মায় আত্মায় আত্মীয়তা
তোমায় যাদের সহ্য হয় না তারাই করে বিরোধীতা
যখন তুমি থাকো সুখে
আগুন জ্বলে ওদের চোখে
ওরাই তখন পাগল হয়ে শুরু করে শত্রুতা
৩. ভয়াল ত্রাসে
মানুষ তখন মানুষ থেকে দূরে দূরে সরে
বিশ্বজুড়ে মানুষ জাতি মানুষ ছুঁয়ে মরে
করোনা ভাইরাসে
বিশ্ব ভয়াল ত্রাসে
সচল জীবন ছিলো, মানুষ আটকে ঘরে
৪. নিন্দুক
যোগ্যতা যদি কারও কমে যায় তবে তার বেড়ে যায় হিংসা
মুখে শুধু অন্যের সমালোচনা করে না সে কারও প্রশংসা
নিজেকে সে মহান ভাবে
উঠে এসে কলরবে
সাধু বেশে জ্ঞানের শলাকা জ্বালায় পেতে চায় ভালোবাসা
Leave a Reply