বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন

যদি পেয়েও যাই এই পৃথিবী, তবে কি হবে

যদি পেয়েও যাই এই পৃথিবী, তবে কি হবে

মূল লিখা-সাহির লুধিয়ানভি
(Yeh Duniya Agar Milbhi Jaye To)

অনুবাদ-এইচ বি রিতা

এই প্রাসাদ, সিংহাসন, নবীনত্বের পৃথিবী
মানুষের শত্রু, এই সমাজের পৃথিবী
সম্পদে-ক্ষুধার্ত
নিয়মনীতিতে আবদ্ধ
যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?

এখানে প্রতিটি দেহ আহত, প্রতিটি প্রাণ তৃষ্ণার্ত
প্রতিটি মানুষের দৃষ্টিশক্তি বিভ্রান্ত,
অন্তরে বিষাদ
এ কি আসল পৃথিবী?
নাকি নিভু নিভু বাতিঘর?
যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?

এখানে মানুষের ‌অস্তিত্ব একটি খেলনার মত
এখানের উপনিবেশটি,
মৃতদেহের একটি উপনিবেশ
জীবন এখানে মৃত্যুর চেয়েও সস্তা
যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?

এখানে যুবকরা মূল্য ট্যাগে প্রদর্শিত হয়
নবীনদের দেহ এখানে বাজারের জন্য সজ্জিত
প্রেম এখানে কেবল,
ব্যবসায়িক বিষয় ছাড়া আর কিছু নয়
যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?

এটা এমন এক পৃথিবী যেখানে মানুষ; কিছুই না
আনুগত্যের কোনও মূল্য নেই,
এখানে বন্ধুত্ব নেই
এখানে প্রেমের কোনও প্রশংসা হয় না
যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কী হবে?

জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,
পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও
ধ্বংস করে দাও এই পৃথিবী
জ্বালিয়ে দাও এই পৃথিবী
এই পৃথিবী আমার দৃষ্টি থেকে দূরে সরিয়ে নাও
তুমি এই পৃথিবীর মালিক
একে তুমিই রক্ষা করো।

যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge