কিসের বরাই করো মানব
কিসের অহংকার?
ভেবে দেখো চোখ বুঝিলে
দুনিয়া আন্ধার।
ফিরবে যখন আপন ঘরে
থাকবে কি আর বল?
চার বেহারা পালকি হবে
কলমা পরে চল।
শুইয়ে দিবে ছোট্ট ঘরে
থাকবে নারে হুশ
করবে জেরা দুই উকিলে
চলবেনা রে ঘুষ।
দুনিয়াতে করে গেছো
ক্ষমতারই রাজ
ঐ কবরে লাগবেনা যে
কোনো কিছুর কাজ।
হিসাব হবে আমলনামার
মন্দ কিবা ভালো
থাকো যদি ন্যায়ের পথে
জ্বলবে সেথায় আলো।
Leave a Reply