১. আবেগ
সেই পুরাতন কে নতুন করে
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, অকারণ।
দেহ ছুঁয়ে গেলেও মনছোঁয়া যায় না,
এ চেষ্টাও অনর্থক।
শতব্যস্ত তুমি তবু জানতে চাওয়া,কি করো?
এ চাওয়া অযুক্তিক।
মাঝরাতে ঘুম ভেঙ্গে,
ঘুমন্ত তোমার পানে চেয়ে থাকাও,অকারণ।
যুক্তিবাদী মস্তিষ্কের সাথে,
আবেগী মনের সাম্য খোঁজাও অযুক্তিক।
যদিও কারণহীন বেঁচে থাকা,অযুক্তিক ছুটে চলা,অনর্থক পুষে রাখা আবেগ।
হয় তো একদিক সব হবে সার্থক,
তবে আমিহীনা।
শূন্য ঘর,আমিবিহীন বিছানা,প্রাণহীন দেহ,
জরাজীর্ণ পুরাতন সেই আমি।
২. অনুভূতি
কিছু অনুভূতি কে লালন করতে হয়,
যেন হারিয়ে না যায়।
কিছু অনুভূতি কে ধারণ করতে হয়,
যেন মুছে না যায়।
কিছু অনুভূতিতে সময়ের সাথে ধুলোজমাতে হয়,
ধুলোমুছে ফেল্লে কষ্টের অনুভূতি মাথা চাড়া দেয়।
কিছু অনুভূতি আজীবন নিজের মাঝেই গোপন করতে হয়,
প্রকাশ পেলে তুমি দ্বীচারিনী।
অনেক বছরের লুকিয়ে রাখা অনুভূতি,
প্রকাশ করে হাসির পাত্র হতে হয়।
Leave a Reply