তুমি যখন বসন্ত বাউল হয়ে কৃষ্ণচূড়া প্রান্তরে গান শুনিয়ে যেতে , আমি নির্জনে সকল আলো আমার করে নিতাম।
আমার চারপাশ মাতোয়ারা হয়ে থাকতো ভেজা মাটির অপূর্ব এক ঘ্রাণে।
কী ভীষণ এক টান! কী ভীষণ মিশে যাওয়া মায়া!
বাউলরা বুঝি এমনই হয়? কতো সহজে মন কেমন করে যায়।
আমার সকল অনুভব যখন তোমার দখলে চলে যেতো , তখন তোমার ছায়া দেখতাম নীল দিগন্তের কাছাকাছি।
যেন সকল প্রদক্ষিণ শেষ করে এবার তুমি ঈশ্বরের কাছে চলে যাচ্ছ।
তোমার যাওয়াটা এতো নীরবতায় মোড়া থাকত যে আমার দু-চোখেও নীরব অশ্রু লেগে থাকত।
Leave a Reply