পাতাপ্রকাশ প্রতিবেদক>>
লিটলম্যাগ ছররা সম্পাদক এস এম খলিল বাবুর জন্মদিন আজ। এস এম খলিল বাবুর জন্ম রংপুর মহানগরীর দর্শনায়। তিনি দীর্ঘদিন থেকে লিটলম্যাগ ছররা সম্পাদনা করেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার। বাংলা একাডেমীর ও রংপুর সিটি প্রেসক্লাবের সদস্য এবং বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা এবং দর্শনা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা। প্রকাশিত শিশুতোষ মৌলিক গ্রন্থ ৪ টি ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর খলিল বাবু , স্কুল শিক্ষক স্ত্রী ও ৮ম শ্রেণীতে পড়া এক মেয়ে পার্বণকে নিয়ে নগরীর দর্শনা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
এস এম খলিল বাবুর জন্মদিনে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply