১.
মনের ভেতর যে নিবিড় এক সন্ন্যাসীর বাস
তাকে বেমালুম ভুলে গিয়ে- কাম, ক্রোধ আর লোভে
কী নিদারুণ এই সমাজ ও সামাজিকতায়-
কী তীব্র আকাঙ্খা- আকুতির সমুদ্রে-
ডুবে থাকা আপাদমস্তক-
হা মন, ঘুমের ভেতর কাটিয়ে দিলি সাধের জীবন।
২.
ভালোবাসার তীব্রতা যতবেশি-
ভালোবাসায় নির্মমতা ততটাই।
(দেবদাস বরশির ছিপ দিয়ে আঘাত করে
পার্বতীর কপাল ফাটিয়ে দিয়েছিলো।)
ভালোবাসার যন্ত্রণা সইবার মত হৃদয় থাকা চাই।
৩.
পা ভাঙা শালিখটির বুকে যে ভালোবাসা আছে,
তার কুসুম উত্তাপ নিয়ে,
বুকের বামে ঠিক হৃদপিন্ডের ওপর
করতল রেখে মনে মনে বলি,
ভালো থেকো প্রিয় ভালোবাসা।
৪.
ঘুমের প্রাণভোমরাকে বিদ্ধ করে
তুলে আনি স্বপ্নের ফুল-
গহীন সে পদ্মপুকুর।
পঙ্খীরাজ নয়, দু’পায়ে হেঁটেহেঁটে
একদিন ঠিক পৌঁছে যাবো
সেই আকাশস্পর্শী পাহাড় চূড়ায়-
যার পাদদেশে ফেনিল সমুদ্র লুটায় অবিরাম,
পাহাড়ের কোলে অরণ্য ঘুমায়
গান গায় সবুজ টিয়ে, শ্যামা আর হলুদ পাখীটি
গান গায় তব্ধ দুপুরে-
সেই আরাধ্য পাহাড়ের চূড়ায়
একদিন হেঁটেহেঁটে পৌঁছে যাবো- ঠিক।
৫.
যুদ্ধ
খাপখোলা তরবারির দু’ধার ঝিঁকিয়ে ওঠে
আস্তাবলে ঘোড়ার হ্রেসা-মনিবে কুর্নিশ,
বাতাসে তার কেশর ওড়ে দোর্দণ্ড প্রতাপে-
তরবারি বাটে ক্ষিপ্র আঙুল- ঠোঁটে ইঙ্গিত শিশ….
Leave a Reply