শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

প্রাণ ত্যাজিলে-কল্যান চন্দ্র শীল

প্রাণ ত্যাজিলে-কল্যান চন্দ্র শীল

যত বড়ই হওনা কেন
কবি-সাহিত্যিক,
শ্মশান কিংবা কবর পাড়ে
যেতেই হবে ঠিক।
যতই লিখো কবিতা-গল্প
উপন্যাস প্রতিদিন,
প্রাণ ত্যাজিলে এই দুনিয়া
থাকবেনা রঙ্গীণ।
হওনা কেন রাজা-বাদশা
বিশাল জমিদার,
ছাড়তে হবে দালান-কোঠা
সাবধান-হুসিয়ার।
আজকে আছে গাড়ী-বাড়ী
বাক্স ভরা টাকা,
ঐপাড়ে তোর থাকবেনা কেউ
সবই রবে ফাঁকা।
থাকবেনারে মাংস-পোলাও
নিত্য খাবার পাতে,
মিছে-মিছি ভোগ বিলাসী
সাধের দুনিয়াতে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge