১. নীল দুঃখের খোঁজে
তুমি যাবে কী নীল দুঃখের খোঁজে
প্রেম বাজারে?
যদি যেতে চাও দাড়িয়ে থেকো সবুজ দুঃখ নিয়ে
মিলন বাজারে।
চর চতুরায় সাদা দুঃখ উড়িয়ে দেবো
কালো দুঃখের কাছে
হলুদ দুঃখের গল্প বলবো আকাশের কাছে
সবুজ দুঃখ সাথে নিয়ে থেকো তুমি পাশে।
দুঃখ গুলোর বাড়ি কোথায়
কেউতো জানিনা না
দুঃখের বসত মনের ঘরে
নিশ্চিত ঠিকানা।
২. রোদসী ও আমি
রোদসী মেঘ আমার বলতো
পৃথিবীও কী টেনশনে
না তোমার মতো পেনশনে?
আশাহীন বালুচরে
এক আকাশ স্বপ্ন মনে
আমি এখন অন্যজনে।
৩. দেহ
দেহ থেকে মন পাখি উরে গেলে
অভিযাত্রা হবে কবরে
হাড় মাংস সব
মিশে যাবে মাটিতে।
দেহটাকে যদি পুড়ে দাও
মগজ সহ মাথার খুলি
ছাই হবে আগুনে
কোন এক ফাগুনে।
আপনজনদের দীর্ঘশ্বাস
স্মৃতির আয়নায়
ঐ পথে যেতে হবে
যত করো বায়না।
কিসের বাড়ি কিসের ঘর
কিসে করো অহংকার
মিছেমিছি মিছে সব
সব কিছুই মহান আল্লার।
যতই থাকো গ্রাম কিংবা শহরে
খালি হাতে যেতে হবে প্রভুর দরবারে।
যৌবনে দাপুটে দেহখানি
কত শত করেছে অপরাধ জানি
মনকে বলো উত্তর দেবে
স্বপ্নলোকে ডেকে ডেকে
জীবন ডায়েরী প্রশ্নবিদ্ধ
জাহান্নাম কিংবা জান্নাত।
রক্ত মাংসের দেহমন
শুধু চায় সুখের স্নান
বাড়ি, নারী,গাড়ী
আরো চাই টাকা কড়ি
তবে যেতে হবে সব ছাড়ি।
৪. হক বাজার
এত্তো বাজার কত্তো বাজার
ছড়িয়ে আছে দেশে
তবুওরে ভাই মন পড়ে রয়
হক বাজারের কাছে।
Leave a Reply