রবিবার, ২৮ মে ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

দরবার-দরবেশ : খালেদ সরফুদ্দীন

দরবার-দরবেশ : খালেদ সরফুদ্দীন

এইখানে দরবেশ
একখানা বাড়ী তাঁর
দরবারে আছে কিছু
ডলারের হাড়ী তাঁর ।
দরবেশ গরু চায়
সাদাকালো খাসী চায়
টাটকা ও বাসী চায়
আমাদের হাসি পায় ।
দরবারে ছবি যায়
বেবি আর ববি যায়
সিনিয়র কবি যায়
দরবেশ সবি খায় ।
তরতাজা হুঁশ যায়
কোশার জুস যায়
দাদী আর নানী যায়
লাল নীল পানি যায় ।
দরবেশ গিলে এক গাদা ভুল
দরবারে ফুটে মেকি সাদাফুল ।
দরবারে যাঁরা যায়
বারবার মারা যায়
তারপর ও তাঁরা যায় ,
তারপর ও তাঁরা যায় ।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge