বার বার দেখতে দেখতে
বাঁকা হয়ে গেছে,
স্মরণে স্মরণে হয়েছে শীর্ণ
এখন দেখতে গেলেই
লাগে মহাক্লান্ত
গালে হাত দিয়ে কিছুক্ষণ বসেই
বলে যাই …আমি যাই।
তাহার কি আমাকে আর ভাল্লাগে না!
খুলে যাওয়া বুকের বোতামগুলোর
স্থানে বেমানান আরো তিনটা
তিলের মত
কে লাগিয়ে দিয়েছে তার?
আমি কি আর তাকে পুষ্টি দিতে পারছি না?
কি সব্বনেশে কথা-
স্বপ্নও কি এভাবে প্রবীণ হয়ে যায়!
তোমরা বলো গো আসিয়া
তোমাদের শামীম আজাদ মরে
কান্দিয়া কান্দিয়া।।
Leave a Reply