এ পৃথিবী অলস,ভীরু ও কাপুরুষের জন্য নয়।৯-ম গ্রেড,১০-ম গ্রেড নিবেন।পদ নিবেন প্রভাষক ও শিক্ষকের কিন্তু নিয়োগ NTRCA এর মাধ্যমে চাইনা যা অবাস্তব!
প্রতি বৎসর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর পাস করে তারা সর্বদা মেধার ভিত্তিতে NTRCAএর মাধ্যমে নিয়োগ চায়।
সমস্যা তখনই যারা এক বৎসর মেয়াদী ডিপ্লোমা কোর্স করে সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)পদে নিয়োগ প্রত্যাশা করেন তন্মধ্যে কিছুসংখ্যক NTRCA এর মাধ্যমে নিয়োগ চায়না।
আমরা ইতিপূর্বে অনেক দেখেছি যেখানে প্রকৃত মেধাবীরা নিয়োগ পরীক্ষায় বাদ পড়েছে!ঐ সকল অযোগ্য নিয়োগ প্রাপ্ত পেশাজীবীদের দিয়ে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষা দেয়া সম্ভব নয়।আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক।
আপনাদের জ্ঞাতার্থে বলি, যেহেতু সকল শিক্ষক,শরীরচর্চা শিক্ষক ও প্রদশর্ক পদগুলো
NTRCAএর মাধ্যমে নিয়োগ হয়,সেহেতু গ্রন্থাগার-প্রভাষক ও সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)পদ দুটিও NTRCA এর মাধ্যমে নিয়োগ হবে তা নিশ্চিত।আর যদি NTRCA তে না যায় আজীবন বৈষ্যমের স্বিকার হবেন!
আমাদের পদ দুটি ইতিপূর্বে NTRCAতে না থাকায় -যোগ্য, মেধাবী নিয়োগ না পাওয়ায় এ পেশার মান তলানিতে নেমে এসেছিল!
বহু বছর ধরে, গ্রন্থাগার ও তথ্যপেশাজীবী সংগঠনগুলো সরকারের কাছে গ্রেড ভিত্তিক মূল্যায়ন ও সম্মান আদায়ের জন্য দাবি জানিয়ে আসছে। ফলস্বরূপ, শিক্ষা বান্ধব সরকার, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের হৃদপিণ্ডকে সচল রাখতে অধিক গুরুত্ব দিয়েছেন।তাই,গ্রন্থাগারের পদ দুটিকে-গ্রন্থাগার প্রভাষক, সহকারী গ্রন্থাগারিক পদটিকে-সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) করেছেন।
এজন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে,মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, মাননীয় শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
পাবলিক এখন ভালভাবেই বুঝে, আপনার অবদান কি? আপনি কি পেশার মানকে উপরে তুলে ধরেছেন নাকি টেনে ধরে রেখেছেন?
তাই ব্যক্তিস্বার্থকে বড় করে না দেখে বৃহৎ স্বার্থে দেখতে হবে।
আসুন আমাদের পেশাকে ভালবাসি,সম্মান করি,গর্বকরি,আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করি।সেজন্য সকল গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
লেখক : প্রভাষক-গ্রন্থাগার, রংপুর মডেল কলেজ,রংপুর।
ও
সভাপতি, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি(ল্যাব), রংপুর বিভাগ।
Leave a Reply