মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন

পোশাক-মাসুদ বশীর

পোশাক-মাসুদ বশীর

পোশাকের ভেতরে আশাক রাখলেন, পরিচ্ছদ পরিচয় দিতে গিয়ে গায়েবি আওয়াজ পাইলেন? বিচারে আচারে বিবেচনায় বিবিধ ব্যবধান, তবুও চলতে ফিরতে বারবার ভালো মানুষের কথকতা করিতেন, করিতেছেন বিরামহীন….। একটা তপস্যার ভেতরে তাপস কী ধরা দেয়? দিনমান হাঁটাচলায় শুধুই কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ দৃশ্যপথ! আচ্ছা, পথের ধারে কেউ কী বসে আছে, থাকে? দেখবার তো জো নেই….! অভূত সময়ে গাঁজার টানে ঘূর্ণায়মান পৃথিবীর পান্থশালা! নেশার ভেতরে পেশা নাকি পেশার ভেতরে নেশা? জটিল সমীকরণ….। কোথায় যেন বাঁজ পড়েছে, পড়ছে পরুক….। কী লাভ জেনে কতোটা কী ক্ষতি বৃদ্ধি হলো বা গেলো? নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা, জন্মসনদে বয়স টা কতো? কী জানি বাপু সে-তো মরেই বেঁচে গেলো। বাকীদের পৃথিবী বদলে যাবে কী? পৃথিবীর বয়স কতো হলো? জন্মটাই জন্মের ভেতরে খেলা করছে, কী দারুণ তাইনা….! পোশাক ছাড়াই জীবনটা, পৃথিবীটা ভালো ছিলো। জন্মজন্মান্তর ধরে এটাই চিরন্তন সত্য- পোশাকহীন বয়সটাই একদম নির্ভেজাল শান্তিময় সুন্দর ছিলো।
অভিনয় টা ঢাকা পড়ে আছে পোশাকের আড়ালে….

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge