আমার বুকটা অচিন খাঁচা
তাকে নিয়েই মরা-বাঁচা
মন খারাপের নাই ঠিকানা
সুখগুলোর সুখ জোটেনা।
সুখ জোনাক পোকার আলো
রাতের অন্ধকারেই ভালো
দিনে খুঁজি জোনাক পোকা
আমি সত্যিই ভীষণ বোকা।
মেঘ ছুঁই ছুঁই সুখ পাহাড়
দুঃখ গুলো তার আহার
আছে একটা দুখের সাগর
আমি জ্বালাই সেথায় আগর।
ভেতরটাও ভরা নোনা জল
অল্পতেই চোখ ছলছল
সে জলে মহাসাগর নোনা
উল কাটাতেই স্বপ্ন বোনা।
আমার কষ্টগুলোও কাঁদে
আমার রোমশ বুকের ছাদে
আমার আমিত্ব সব হারায়
তোদের কষ্ট দেয়ার ধারায়।
Leave a Reply