আমি ঘর বাঁধিনি বলে আমার দূয়ার নেই
আমি বন্দি ঘরে বৃষ্টির দেবীর কাছে কামনা করি
বৃষ্টির জন্য নয়; বেদনার!
বৃষ্টি কি বেদনার চেয়ে শক্তিশালী
নাকি কারো কাছে কান্নার কৌতুহল জাগ্রত করা
রাত কেটে যায় অনাহারে; কারো জন্য নয়
আমি রাঁধতে পারি না বলে
বৃষ্টির বদলে বেদনা ঝড়ুক; এ পৃথিবীতে নয়
বরং আমার হৃদয়ে।
Leave a Reply