পাতা প্রকাশ প্রতিবেদক >>
রংপুর প্রেসক্লাবের সভাপতি, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা রশীদ বাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুম রশিদ বাবুর মরদেহ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে রাখা হবে। বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।
বিভিন্ন মহলের শোক :
রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর মৃত্যুতে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর, রিপাের্টাস ক্লাব, রংপুরসহ সব সাংবািদক সংগঠনের নেতৃবৃন্দ, শিখা সংসদ, বিভাগীয় লেখক পরিষদ, রংপুরসহ বিভিন্ন সামাজিক-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply