রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন

কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে-জসিম মল্লিক

কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে-জসিম মল্লিক

আমি সবসময় নিজেকে বলি যে আমার দ্বারা কেউ যেনো কোনো কষ্ট না পায়। আমার কোনো আচরন বা আমার কোনো কথায় কেউ যেনো ব্যাথিত না হয়। আমি নিজে যতই কষ্ট পাই না কেনো সেগুলো আমার থাক, সেসব আমি শেয়ার করতে চাই না। কষ্ট শেয়ার করলে কষ্ট বাড়ে। আনন্দ শেয়ার আনন্দ বাড়ে। আমি কষ্টকে আনন্দে রুপ দিতে চেষ্টা করি। সব মানুষেরই কিছু জানা এবং অজানা কষ্ট আছে। সেসব নিয়ে এতো আদিখ্যেতা করারই বা কি আছে। কষ্ট প্রকাশ করতে না পারলেও আমি যখন কষ্টে থাকি তখন তা আমার চেহারায় ফুটে উঠে। আমি নিজেকে লুকাতে পারি না। মুখ গোমরা করে থাকি। যে কেউ বুঝতে পারবে আমার কোনো সমস্যা হয়েছে। হাসলে যেমন আমাকে ভাললাগে, মুখ গোমরা থাকলে তেমনই বিশ্রী লাগে।
আমি অনেক সামান্য কারণে কষ্ট পাই। ছোট ছোট কথা, ছোট ছোট আচরণ, ছোট ছোট অবজ্ঞা, ছোট ছোট অবহেলা, ছোট ছোট নিষ্ঠুরতা, ছোট ছোট অন্যায় আচরন আমাকে কষ্ট দেয়। অনেকেই এতো ছোট ছোট কারনে কষ্ট পেতে রাজি না। তারা এসব গায়ে মাখে না। মনে করে এটুকু মেনে নেয়াই যায়। এসব জীবনেরই অংশ। আমি কষ্ট পাই বটে আবার মেনেও নেই। ভুলে যাই। ভুলতে না পারলে মানুষ বাঁচতে পারত না। কষ্ট আগলে রেখে বেশিদূর পথ চলা যায় না। একটা কষ্ট ভুলে যেতে যেতে আবার নতুন একটা কষ্ট এসে বাসা বাঁধে। এভাবেই কষ্টের চক্রে বাঁধা পড়ে আছে জীবন। এ থেকে কারোরই মুক্তি নাই। কষ্টই নিয়তি। সবাই কষ্টের কথা প্রকাশ করে না, করতে পারে না। আমি লিখে নিজেকে হালকা করি। যে লিখে না সে গুমরে মরে।
আমি যতই অন্যকে কষ্ট দেবো না বলে প্রতিজ্ঞা করি কিন্তু আমি ঠিকই অন্যকে কষ্ট দেই। নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলি। কখনও ইচ্ছা করেও দেই। এমন আচরণ করি বা এমন একটা কথা বলি যা অন্যের জন্য নিদারুন কষ্টের কারণ হয়ে উঠে। আমি নিজে অন্যের দ্বারা যে ধরণের আচরনের শিকার হই ঠিক তেমন আচরন আমি অন্যদের সাথে করি। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায় দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে কেউ অন্যায় আচরন করলেও প্রতিবাদ করি। কখনো কখনো সেই প্রতিবাদ কান্ডজ্ঞানহীনের মতো হয়ে যায়। পরে মনে হয় কাজটা ঠিক হয়নি। লজ্জিত হই নিজে নিজে। প্রতিবাদ করাটা সঠিকই ছিল কিন্তু তারপরও আমি অনুতপ্ত হই। ক্ষমা চাই আমার আচরনের জন্য। এরপর আমার শান্তি হয়।
এমন কিছু মানুষ আছে যাদের আচরন আমাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত অথচ যার কোনো প্রতিবিধান নাই আমার কাছে। তখন মন হয়ে উঠে বিষময়, অসহনীয়, অসহ্য। কিন্তু এর থেকে মুক্তি পাওয়া কঠিন। মুক্তি পাওয়া যায় না। জীবন এক অনন্ত যন্ত্রণার নাম। প্রতিটা মানুষ যন্ত্রণাকে ভারবাহি পশুর মতো বয়ে চলে। এমনকি প্রতিটা সম্পর্কের মধ্যেও আনন্দ যেমন আছে কষ্টও আছে। মানুষের সাথে মানুষের সম্পর্কের অমিলই আপনাকে কষ্ট দেবে। বেদনায় নীল করবে। আবার আনন্দে ভাসাবে। সম্পর্কের মধ্যে যখন স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, উদাসীনতা, অবজ্ঞা ঢুকে পড়বে তখন সেই সম্পর্ক আর আপনাকে আনন্দ দেবে না। সেই সম্পর্ক হয়ে উঠবে বিষময়, যন্ত্রণার, কষ্টের, বেদনার। অথচ সামান্য একটু ভালবাসায়, একটু অনুকম্পায়, সাহায্যে, একটু আদরে, চুম্বনে জীবন ভরে উঠতে পারে। কষ্ট ভুলে আনন্দে ভরে উঠতে পারে জীবন।
টরন্টো ২০ মে ২০২১

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge