শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

সৈয়দ খিজির হায়াত এর ১০ টি গান

সৈয়দ খিজির হায়াত এর ১০ টি গান


কন্ঠটারে থামিয়ে দেয় এমন বোমা কোথায় পাই
হাতে শিকল পরাতে পার বিশ্বে যে রে
তালা নাই ।।
গায়ের জোড় আর পদ পদবী
আছে তো আজ কাল নাই সবি
কোরান কেতাব বলে তাই ।।
শুনরে ভাই কাজের কাজী
হইও না ভুলেও পাঁজী
দুই জাহানে বিচার চাই ।।


বিধাতা থাকতে আমার
কেন বলি নাই কিছু আর
যার রহমতে পরিপূর্ন এপার ওপার
কেন বলি নাই কিছু আর ।।
যার আছে আরো সে চায়
বুজলে দু চোখ কি দেখা যায়
ভেবেরে মন দেখনা একবার ।।
যাবে না তর কিছুই সংগে
সাদা কাপড় পইড়া অঙ্গে
ছেড়ে যাবে এই ভব সংসার ।।
দুই দিনেরই দুনিয়াদারী
হাতি ঘোড়া কোর্ট কাছাড়ী
আন্ধারও কবরে কিছু যাবে না তোমার ।।


পুবের আসমান পশর হইছে
রাইতের আন্ধার দুর
পশ্চিমে লাগাইয়া মাথা
সবর ও শুকুর আল্লাহ সবর ও শুকুর ।।
পাপের বোঝা লইয়া আমি
হাজির্ নাজির
স্বীকারাক্তি দিয়া কান্দি চক্ষু ভরা নীর
মাফ কর দয়াল্ সয়াল গাফ্ফার্ গফুর ।।
সব ছাড়িয়া হইছি ভাল
দুর কর কলবের কাল
রাইখ না বানাইয়া মোরে প্রভুহীন কুকুর ।।


ফুটলো কতরংয়ে রংয়ে
ফুল আজিরে ফুলবাগে
আমার হৃদে ফুটলো না ফুল রাগে অনুরাগে ।।
কলিরা সব চোখ তুলে চায়
অলিরা ওপাখায় পাখায়
প্রেমের রেনু মাখে ।।
হৃদের দোয়ার খুলি খুলি
হাজার হাজার ফুলের কলি
চাতক তৃষায় জল মাগে ।।


মেঠো পথে ঘাস গুলি
ভুলে গেছে কি জানি
চলার পথের সাথী
কিবা দিবা কিবা রাতি
আমি তো আজও ভুলিনি ।।
কখনও যাইনি ভুলে
স্মৃতির দোয়ার খুলে
নকশী কাঁথা রোজ বুনি ।।
আশা বুকে দেখা হবে
যদি ভালে রাখে তবে
কি যে লিখে রেখেছে মানি ।।
হৃদের গভীর তলে
ডাকে তারা হাত তুলে
বাংলার মেঠো পথ রানী ।।


কে গো আজ বারে বারে
ডেকে যায় নাম ধরে
তুমি কিনা বন্ পাপিয়া
তুমি কিনা বন্ পাপিয়া ।।
কপালেতে জমে ঘাম
নাশিল সকল্ কাম
গেল দিন ভাবনাতে ডুবিয়া
তুমি কিনা বন্ পাপিয়া
তুমি কিনা বন্ পাপিয়া ।।
দেখিনা নয়নে তারে
মন্ প্রান সূর কাঁড়ে
লহরীতে যায় হায় মধুর্ আবেশ রচিয়া
তুমি কিনা বন্ পাপিয়া
তুমি কিনা বন্ পাপিয়া ।।
কে গো সে যে বনমালী
সাজায়ে গানের ডালি
হৃদয়্ আমার নিল কাঁড়িয়া
তুমি কিনা বন্ পাপিয়া
তুমি কিনা বন্ পাপিয়া ।।


অথৈ জলে ভরা নদী ঢেউভাংগে ঢেউ এপার ওপার
বাড়ীর কাছে থাকতে মনু
সাধ মিটে না জল পিপাসার ।।
জোয়ার ভাটা হতে দেখি
তেষ্টা তো আর যায়না সখি
আমার জিব শুকাইয়া হইছে কাষ্ট
মন পুড়ে অঙ্গার ।।
জলের ভেতর করিরে বাস
তবু বুকে জলেরই আশ ।
বাস করে মাছ জলের ভেতর
হয় না তারা তেষ্টা কাতর
খিজির বলে থাকি জলে
তবু বুকে জলের হাহাকার ।।


ফাল্গুনী ফাল্গুনী চলে গেছ বলে দূ:খ নাই মনে
একটি কথাই আজ বলতে যে চাই শুধু
জানি দূ:খ পাবে তুমি শুনে ।।
জানি না সময় হাতে আছে কিনা
ম্সৃতি গুলো চোখে বাদুর ঝুলে কিনা
জানি শুধু দিবানিশী পুড়ে মন আগুনে ।।
আমার তৃষিত বুকে আজও বয় ঝড়
হয়তো বা সুখ পেয়ে তুমি সুন্দর।
জানি না আমার মত রাত জাগো কিনা
হারানো দিনেরে খুঁজে ভাব কিনা
জানি ব্যাথা ঝড় তুলে আমারই মনে ।।


আমি যারে বাসি ভাল
কইলো না সে বাসে ভাল
তার সাথে লেনা দেনা রইল কিনা
মন খারাপে কে দেবে সামাল ।।
জমতে জমতে ব্যাথার পাহাড়
হৃদ মানে না বইতে তার ভার
মাল গাড়ী ঝক্কর ঝক্কর ইজ্ঞিনে গোলমাল ।।
তাল বেতালে হইয়া বাউলা
সুর উঠে না আউলা ঝাউলা
তুষের আগুন ধিকি ধিকি পুড়ায় যে কপাল ।।
সে পারে শান্তনা দিতে
দু হাত ধইরা টাইনা নিতে
কাছে না নিয়া মোরে বানাইছে মাকাল ।।

১০
সে যে এক আজব চোরা
দিন থইয়া রাইত চলা ফেরা
আন্ধারে পা ফেলে ভাল
আঁকা বাঁকা আলো ছাড়া
সে যে এক আজব চোরা ।।
এই চোরা ঘুমায় না রাত
মানুষ কিনা কোন সে রে জাত
গোপনে প্রেম করে যারা
সে যে এক আজব চোরা ।।
তার প্রেমেতে নাইরে আঁকার
একম মেবং দ্বীতিয়ম নাই তার
নিরাকারে সে আত্মহারা
সে যে এক আজব চোরা ।।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge