হায়রে জীবন দেখতে এমন
ফিরবে যে সু-দিন,
মনের মাঝে আকঁবে ছবি
জীবন হবে রঙ্গিন।
নয়ন ভরা স্বপ্ননিয়ে
হেসে খেলে যাই,
নতুন দিনের আলোয় মোরা
আনন্দে হারাই।
পাকা ধানের মাঠে যে রোজ
খেলতাম অনেক খেলা,
কেটে গেছে অনেক আগের
আমার ছোট্র বেলা।
খোলা মাঠের সবুজ ঘাসে
স্কুল ছুটির ফাকে,
আরাম আয়েস করতাম শুধু
জোড়া পুকুড় বাকে।
গাছের নিচে দোলনা দিতাম
সহপাঠি মিলে,
হারিয়ে গেছে সু-দিন আমার
ফিরবেনা আর বলে।
Leave a Reply