পাতা প্রকাশ প্রতিবেদক >>
“কাজ হউক মানুষের জন্য”-এই স্লোগান কে সামনে রেখে সমাজে মানবিক মানুষ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে হ্যালো রংপুর-Hello Rangpur (উদ্যোক্তা কেন্দ্র) গ্রুপ।
গ্রুপের ফাউন্ডার এন্ড এডমিন মোঃ সুমন মিয়া বলেন, উদ্দেশ্য হলো রংপুর বিভাগের ৮ টি জেলাসহ আশেপাশের সব জেলার লাখ লাখ তরুণ তরুণীদের উদ্যোক্তা তৈরি করে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গড়ার অংশ হিসাবে রংপুর বিভাগসহ বাংলাদেশে বেকারত্ব ঘোচানো।
সেই সাথে যাবতীয় পণ্যের পরিচিতি ও মার্কেটিং এই গ্রুপের মাধ্যমে করা। যদিও এটা উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম কিন্তু ক্ষুদ্র, মাঝারী, বড় ব্যবসায়ীরাও নিজেদের পণ্যের পরিচিতি/মার্কেটিং করতে পারেন।
গ্রুপের কো-ফাউন্ডার এন্ড এডমিন- আবুল বাশার জানান, বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এই গ্রুপের সদস্যরা। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৫৭ হাজার বলেও জানান তিনি। ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম স্টুডেন্ট স্কীল ডেভেলপমেন্ট করার লক্ষ্যেও পদক্ষেপ গ্রহণ করেছে।
একটি শক্তিশালী এডমিন প্যানেল এই গ্রুপ পরিচালনা করে। গ্রুপের ফাউন্ডার এন্ড এডমিন হচ্ছেন, মো. সুমন মিয়া এবং কো-ফাউন্ডার এন্ড এডমিন- আবুল বাশার। মডারেটরের দায়িত্ব পালন করছেন, রাইসুল আহমেদ, নিবেদীতা জুই, মো. খলিলুর রহমান খলিল, ইতি বেগম, অন্তা সিদ্দিকা।
Leave a Reply