১. মনের রাজা
পয়সা থাকলে ঘাট বাঁধাতাম নদী নিতাম ভাড়া
অবাধ দুপুর শৈশবে ডুব সাঁতার বাঁধন ছাড়া।
আকাশ দিতাম নিলাম করে বিলিয়ে দিয়ে রঙ
ছু কিত কিত আঁক কেটে সই হতাম আপনজন।
পাহাড় যদি এগিয়ে এসে নিজেই দিত ধরা
বাড়িয়ে দু’হাত বেঁধে দিতাম প্রেমের হাতকড়া
যদি আমি রাজা হতাম ছুটত বাতাস ঘোড়া
রানীমহল থাকত সদা বাহারি ফুলে ভরা
এসব শুধুই স্বপ্নে ভাসে স্বপ্নে আসে যায়
আমি কেবল মনের রাজা মনের রানী চাই।
২. লাটাই
হলুদ ঘুড়ির সাথে লাটাই-এ মন
একমাত্র সরু সুতো
সম্পর্ক বাঁধন।
অনেক দূরে উড়িয়েছি ঘুড়িমন
ইচ্ছে হয়ে নীল আকাশে যা
ইচ্ছে ডানায় ইচ্ছেমতন।
হাওয়ার ডানায় ভেসে
যত খিদে আছে মিটিয়ে নে
তিন পুরুষের স্বপ্ন দেখা চোখে।
আমার হাতে শুধু লাটাই থাক
তোর হাতের লাল চুড়ির মতো
ভালোবাসার স্পর্শ মাখা রোদে।
Leave a Reply