ভালো হয়,
আলো নিভে গিয়ে শ্রাবণ এলে মেয়ে।
তোমাকে ধুয়ে যাব জলে,
জলঙ্গীর নদী নামে স্রোতস্বিনী সন্ধ্যায়।
চন্দ্রলেখার আলো মেখে
কবিতা হয়ে উঠবে তুমি একদিন,
আর আমি?
তোমাকে পড়ে পড়ে মুখস্থ বানিয়ে
সহজলভ্য জড়িয়ে নিয়ে বুকে,
একটি মিলনসাগরের পঙ্ ক্তি বানাব সেইদিন।
Leave a Reply