আমরা মানুষ আমাদের ক্ষমতা কতটুকু
এ সত্যটা আমরা মানতে চাই না
আমরা আমাদের জ্ঞান নিয়ে গর্ব করি
ক্ষমতা অর্থের দম্ভ অহমিকা দেখাই
মানুষকে মানুষ বলেই মনে করি না।
মাঝে মাঝে বিজ্ঞান চিকিৎসা নিয়ে বড়াই করি
আমরা নাস্তিক হয়ে ওঠার খেলায় মাতি
একবারের জন্যে ও ভাবি না আমরা কত ক্ষুদ্র তুচ্ছ,
অথচ কোন কোন সময় কোন কোন ঘটনা
আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আসলে আমাদের মত মুর্খরাই না বুঝে
এমন অবাস্তব কথা বলতে ভাবতে পারে।
অলক্ষ্যে যিনি পরিচালিত করছেন জগৎসংসার
যাঁর অঙ্গুলি হেলনে প্রতিটি কাজ হচ্ছে
ফুল ফুটছে শিশু খেলছে হাসছে কাঁদছে
স্বাভাবিক ছন্দে চলছে জীবন
তাঁকে আমরা অস্বীকার করি কিভাবে!
তুমি যেভাবেই যে রূপেই তাঁকে দেখো
তিনি আমাদের মধ্যেই থেকে
নিয়ন্ত্রিত করছেন এ ভবের খেলাঘর
আমরা তো জীবন নাটকের কুশীলব মাত্র।
গর্বে অন্ধ হয়ে হিংসা বিদ্বেষ তাচ্ছিল্য নয়
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই
সর্ব শক্তিমান স্বয়ম্ভু ঠিক মঙ্গল করবেন।
Leave a Reply