এই যে নোঙর ফেলে বসে আছি
একমুখী লোল চোখে খুঁজে চলেছি
আদুল বনপথগামী অভিলাষ উদ্দেশ্যহীন সরল অবয়বের ভাষা
যেন কুরুক্ষেত্র যুদ্ধের ধূসর আস্ফালন
উপলব্ধিতে জপে চলেছি
পুরনো স্বভাবের বেহায়াপনা
নীলসন্ধির বিপথগামীতা
জলফড়িঙের নিজস্ব হুড়োহুড়ি
এবং ভেসে থাকার বিনিদ্র মাদকতা
বাকি মহাকাশের শূন্যতল
যা আমরা সবাই জানি
Leave a Reply