নিত্যনতুন দাবিদাওয়া নিয়ে একদল রোজই সামিল হয় বিক্ষোভে
নাশকতায় মাঝেমাঝেই কামাই করে কারখানায়
প্রশ্ন তোলে,
শ্রমিক কেন মালিক হবেনা কোনোদিন
বৈভবে কেন সমানাধিকার থাকবে না তারও
ইতিহাস বলে,
ভোক্তা হলে ভক্তি করাই সমীচীন।
তারা ভাবে,
মাস মাইনের চাকরিতেও শর্ত থাকুক মালিকানার
স্বেচ্ছাসেবার আড়ালে তেজারতি ব্যবসা চলুক রমরমিয়ে
আর ফোয়ারা ঘেরা লনে স্থাপিত হোক তার মূর্তি,
এসবের সপক্ষে তারা রোজই দাখিল করে যুক্তি
সার্বভৌমত্ব নিয়ে রাতদিন লেখে ফেস্টুন
ইতিহাস বলে,
অকৃতজ্ঞ বলেই কোনোদিনই মালকিন হয়না নারী
অযথা ব্যবহারে পঞ্চশরেরও ধার কমে যায় একদিন।
Leave a Reply