বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

রাস্তার রঙবদল-রাজকুমার সরকার

রাস্তার রঙবদল-রাজকুমার সরকার

প্রতিদিন রাস্তাটি নিজের রঙ বদল করে।
মানুষগুলো হয় গিরগিটি।
এক একটা পাথর; স্তম্ভ।
মুখ দেখা যায় ভাঙা আয়নায়,
বোবাকান্না…
একটা দীর্ঘশ্বাস ছাড়ে দাঁড়কাক- কা…কা… করে
কেউ কান দেয় না।
রাস্তাটি রঙ বদলে করে প্রতিদিন।
সকালে এক রঙ
বিকেলে আর এক রঙ…
প্রতিদিন চলে শুধু রঙের খেলা

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge