(১)
রোদ্দুরে মেলে দেবো নেশাতুর চোখ
যদি গুঞ্জন হয় তবে হোক।
(২)
মেঘ জানে
কার নামে লেখা চিঠি নীল খামে।
(৩)
কলসের মুখ খুলে জল পড়ে মাটিতে
জল চুষে মাটি বলে ছিলো খুব খাঁটি সে।
(৪)
তবে চলো ভুলে যাই পুরাতন শোক
নতুনের জয়গান, উৎসব হোক।
( ৫)
যেই জলে লেগে থাকে কুমিরের মায়া
সেই জলে ভুলে পড়ে কিশোরীর ছায়া।
(৬)
কতবার ভেবে রাখি ভুলে যাবো খুব
ভাবনাটা ভুল করে জলে দেয় ডুব।
(৭)
লিখে যাও সব কবিতা দারুণ
ক্ষোভের আগুনে পু্ড়ে যায় বোধ ভীষণ করুণ!
(৮)
মেঘের পালকে থাকে লেখা তার নাম
মেঘ ছুঁয়ে ভিজে যাই অযথা বদনাম।
(৯)
বিলেঝিলে ফুল আর কতরং সাজ
বঁড়শিতে ঝুলে থাকে টোপগেলা মাছ।
(১০)
হোক, তবে তাই হোক উড়ে যাক শোক
খসে পড়া পাতাদের খসে পড়া শোক।
(১১)
তোমার নামে এই শহরের রোদ পাঠালাম কিছু
চলে এসো রোদের গায়ে লুটিয়ে পড়া ছায়ার পিছুপিছু।
(১২)
আঙুল ছুঁয়ে ভয় পেয়ে যাও আস্ত ভীতুর ডিম
আঙুল ডগায় জমিয়ে রাখো শতবর্ষী হিম।
(১৩)
দুধ আর কলাতে
সাপ পুষি ঝোলাতে।
(১৪)
চাল আছে চুলো নেই রাঁধা হবে কীসে
মরবো যে উপায় নেই ভেজাল দেয়া বিষে।
(১৫)
এফবিতে এসে তুমি দিচ্ছো ইমো কেয়ার
ফ্রেন্ডলিস্টে বর আছে, ইট ইজ নট ফেয়ার।
Leave a Reply