যদিও আমার কথার আঘাত
তোমার হৃদয়ে অনুরণন তুলতে পারেনি।
যদিও আমার আলোর ফুলকি
তোমার সলতেতে প্রদীপ জ্বালাতে অক্ষম।
যদিও আমার হৃদয় প্রবাহ
তোমার মোহনায় হারিয়ে যেতে ব্যর্থ।
যদিও আমার বিবাগী মন
তোমার অরণ্যে পথসন্ধানে দিশাহীন।
যদিও আমার উদ্দাম প্রেম
তোমার আবেগে ঢেউ তুলতে অসফল।
তবুও তুমি আপন খেয়ালে
মনের গভীরে আমারই স্মৃতি জপেছ।
চিরন্তন হোক সে মানস-যাপন।
Leave a Reply