অন্নপূর্ণা বলে, এই সকালে দেখি, তোমার বেলিগাছে ফুল ফুটেছে।
আমি তখনই এক আশ্চর্য গন্ধ পাই। পুরনো এক গাছের শরীরে
আমার চোখ যায়। বসন্ত এলেই আমি তখন সাদা পাজামা পাঞ্জাবি।
সারারাত নদীর বুক থেকে জল তুলি। মেঘে মেঘে সাঁতার কাটি।
গাছের পা ধুয়ে দিই। পাতায় সুরের আন্দোলনে বারবার কাঁপি।
মানবী নামে যে আমার রাতের চন্দ্রপ্রণাম, তাকে বলি, নাও এই হাত…
তখন আমার বাগানে নক্ষত্র সারারাত, শ্বেতকামিনীর ফুল
গোপনে বাঁধি ফুলের নূপুর। আহা, নাচ রাত্রি, নাচাও আমার অনন্ত রাত…
Leave a Reply