তোমরা সত্য ঢেকে রাখো তোষকের নিচে মিথ্যার চাদর বিছিয়ে দাও অনেক যত্নে কাশফুল বিছানায় হেলান দিতে দিতে
গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে যাও নাটকীয় হাসির সাথে
মুখাবয়ব দেখে আমার মনে পড়ে পাতাঝরা কুৎসিত দিন
পবিত্র বলতে বুঝি আমার প্রেমিকাকে ভালোবেসে হয়ে যায় কিশোরি মুখজুড়ে ওঠে সকালের রোদ।
প্রাপ্তি
আমি ভালোবেসে বারে বারে হয়েছি উড়ন্ত পাখি,
দক্ষ শিকারির তীরে-
বুক বিদ্ধ হয়ে রক্তিম মাটিতে
লুটিয়ে পড়েছি।
চাঁদনী
জোসনা রাতে যে প্রেম নিয়ে এলো
তার পায়ে পরিয়ে দিলে
অদৃশ্য শিকল
যাদুকরী নৃত্য কেড়ে নিলো
চোখের দ্যুতি
কানের কাছে শুনালে
ভয়ংকর যুদ্ধের আওয়াজ
রক্ত মাংসের শরীর ঘুমিয়ে গেলে
ভিটে মাটির দখলদারিত্ব তোমার
জেগে রয়
শতাব্দীর একটি শ্রেষ্ঠ চাঁদনী রাতে।
Leave a Reply