আমি এখনো তেমনই আছি।এখনো না-পড়া বইএর খুশবু আমার নেশা!এখনো অপ্রয়োজনে মাথায় চিরুনি দিতে ভুলে যাই। এখনো কারণে কিম্বা অকারণে অন্যমনস্ক আমি তোমায় ভাবি কেবল!এখনো রাতের আঁধারে আমায় গ্রাস করে নেয় সাদার উপর কালো হরফের নির্মলতা!এখনো রান্না পুড়িয়ে ফেলি তোমার কথা ভেবে!এখনো তোমার কাব্যশরীরেই প্রেম খুঁজে পাই!এখনো আমি তোমারই ব্যর্থ প্রেমিকা!বিরহিনী এখনো চাঁদের গলানো রূপোয় লুকোচুরি খেলে!মনে মনে ওই মোম মাখিয়ে দেই প্রেমিক তোমাকে!তোমার ভাষাদেহের অন্তরে-বাহিরে! এখনো সঙ্গম করি তোমারই ভাষাদেহের সাথে।
আর পাত করি নির্মম অহল্যা-জীবন!
এবার রামচন্দ্র হয়ে ভালোবাসার পদস্পর্শ দাও…
আমাদের ফুলশয্যা হোক!
Leave a Reply