অজানা সমুদ্রের ঢেউ থেকে আসা প্রেম আনমনে চেয়ে থাকে।
চকচকে নিখুঁত দুটি চোখ
জ্যোৎস্নালোকে আঁকে-বাঁক।
অদ্ভুত মায়ার সৃষ্টিতে তার সর্বত্র পবিত্র।
কেবলি অনুভবে স্বপ্ন বিস্তারিত মধ্যরাতে দ্রুত গতিতে স্পন্দিত।
অতীতের আবেগ নিয়ে প্রেম প্রতিদিন উষ্ণ উদ্ভাসিত।
শেষবারের মতো আমার উতপ্ত শরীর সঞ্চালিত।
হঠাৎ নেমে আসে অঝোরে নগ্নবৃষ্টি।
বেহালার মধুর সুরের মতো তোমার সৃষ্টি।
তুমি বেঁচে থাক আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে,প্রতিটি লেখার পংক্তিতে।
তোমার আমার অমর প্রেমে মন যায় ভেসে সুদূরের সরণিতে।
আবেগের আনন্দ অপেক্ষার পর অপেক্ষায় শেষ বসন্তটি ও হবে ব্যয়।
আমার ন্যায় তোমার সৌন্দর্য যুগ যুগ ধরে হবে জয়।
শেষ বসন্ত রাত্রিতে তারারা নির্বাক স্বপ্নের স্রোতের ভিতরে।
তোমার আমার যতো বোঝা পড়া বাকি আছে তা ঝরে পড়ে আঁখির অক্ষরে।
নানান স্বরে সমুদ্র সৈকতে চোখ দুটি গোধূলির উদাসীন।
নতুন জীবনে আনে ঝেড়ে ফেলে অতীতের মন রাত্রিদিন।
তোমার প্রেম আনে গভীর দুচোখ থেকে ঝরে পড়া স্বস্তি।
শুধু অনুভূতিতে নেই তোমার কোন অস্তি।
তোমার আমার দুটি ভিন্ন পথ তন্দ্রাবেশে থাকে সারাবেলা।
অন্ধকারে যতদূর চোখ যায় কেবলি ভেসে ওঠে স্মৃতি সঙ্গহীন
ঢেউয়ের খেলা।
অর্ধচেতনায় উদাসী বুকের গভীরে শুধু বয়ে যায় ভাঙা -গড়া খেলা।
পথের পথিক হিসাবে দাঁড়ালে পথে
চেয়ে থাকে আত্মা খোঁজে দুটি দেহের মিলন মেলা।
Leave a Reply