তোরই বুকে খুঁজছি যখন সুখের পরশ পাথর
খুঁজেছিস তুই ধনবান কেউ চাতক পাখির মতন,
আমি যখন ঘাম ঝরিয়ে দিনশেষে খুব কাতর
মেকাপ মেখে, সুবাস ঝেড়ে উড়াস তুই প্রেম কেতন।
তোর সুখের-ও বন্দনাতে দিন কেটে যায় রোজ
প্রত্যাশারই প্রহর গুনি নিস না একটু খোঁজ,
তোরই জন্য পুড়ছে হৃদয় জল কে ঢালে বল
কষ্ট পেয়ে আমার চলা সুখ পেয়ে তুই চল।
Leave a Reply