সময় আজ বড় দুঃসময়
চৈত্রের খরদাহ রোদ্দুর-ক্লান্ত প্রকৃতি
বৈরী বাতাস- প্রতিকূল পরিবেশ
মুছে দেয় রকমারি সুখ-স্মৃতি ।
খুঁজি সবুজ-শ্যামল প্রকৃতি
অরণ্য-বন,কাশফুল,ঘাসফুল
স্রোতস্ননিী নদী, ডাহুকের ডাক, কোকিলের কুহুতান
সুধাময় মাটি, সুনীল আকাশ, সবুজ দ্যুতি ।
দেখি নতুন পৃথিবীর হাতছানি
আনন্দ-আতসবাজি-ছুঁয়ে গেল স্বর্গ মর্ত
সাঁঝ আকাশে জলে দ্রুবতারা, সুখতারা, সন্ধ্যাতারা
দিগন্তের ডানা মেলে একজোড়া শান্তির পায়রা।
Leave a Reply