নদীরতো নৌ অফিস আছে রাখছে নদী আগলে,
আগের নদী কিংবা নদী নতুন করে জাগলে।
পানি অফিস দেখছে নদীর পানির অনুরণন,
তারাই করছে তীর রক্ষা কিংবা নদী খনন।
ভূমি অফিস দেয় ইজারা যেসব ভূমি নদীর,
চারপাশে তাই জন্ম হচ্ছে অনেক তোষামোদির।
নদীর অবস্থানকে ঘিরে পরিবেশকে রক্ষা,
করতে একটা অফিস আছে খেলছে এক্কা দোক্কা।
মৎস অফিস মাছ দেখছে, বনভূমি বনবাগান-
বন বিভাগের কর্মীরা সব এইসবে মন লাগান।
সেচ কিংবা বাঁধ নির্মাণ কর্মযজ্ঞ কৃষির,
এক নদীকে ঘিরে অনেক কর্ম মেশামিশির।
জল বিতরণ অফিসটা কি শুনবে নদীর রোদন?
নদীর পানি নিচ্ছে তুলে, করছে পানি শোধন।
সবার উপর নদী রক্ষা কমিশন এক মহান,
সারা বছর শীত থাকে তার কেবল রোদ্র পোহান।
এত্তো অফিস এত্তো কর্ম চোখের তন্দ্রা হরণ,
কেমন করে হচ্ছে শত নদীর মৃত্যুবরণ
Leave a Reply